Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে জন্য সুনীল শেট্টি অ্যাকশন থেকে কমেডিতে এসেছিলেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

বলিউডের অভিনেতা সুনীল শেট্টি ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাকশন ফিল্ম দিয়ে, ২০০০ সালে তিনি হঠাৎ করেই ‘হেরা ফেরি’ দিয়ে কমেডি ফিল্মে পা রাখেন। সম্প্রতি ২০ বছর পূর্তি হয়েছে ‘হেরা ফেরি’র মুক্তি। ক্লাসিক কমেডি ফিল্মটির তিন প্রধান চরিত্র রাজু (অক্ষয় কুমার), বাবু ভাই (পরেশ রাওয়াল) এবং শ্যামকে (সুনীল শেট্টি) এখনও মনে রেখেছে হিন্দি ফিল্মের দর্শকরা। “সারল্যই এই ফিল্মটিকে সাফল্য এনে দিয়েছে। জীবনের স্বাভাবিক সমস্যাকে কমেডি দিয়ে উপস্থাপন করা হয়েছ এতে ৃ.এর সংলাপ, প্রিয়দর্শনের দক্ষ পরিচালনা আর টিমওয়ার্ক ছিল নিখুঁত।” “আমি জানতাম হাস্যরসের ক্ষেত্রে প্রিয়দর্শন স্যার অতুলনীয়। আমি জানতাম এই ফিল্মটির প্রযোজনা আর নির্মাণ হবে অসাধারণ, তাই আমি কমেডিতে এসেছিলাম। এর পর অক্ষয় আর আমি ‘আওয়ারা পাগল দিওয়ানা’তে অভিনয় করেছি,” তিনি বলেন। তিনি বলেন প্রিয়দর্শন চাইছিলেন না অভিনয়শিল্পীরা স্বস্তিতে থাকুক তাই “আমরা মেক-আপ নিইনি, একেবারেই না। অক্ষয় আমি আর পরেশজি সবসময় একসঙ্গে থাকতাম আর সংলাপ অনুশীলন করতাম। প্রিয়দর্শন স্যার জানতেন কখন কাট বলতে হয়,” ‘বর্ডার’, ‘কৃষ্ণ’ এবং ‘গুপী কিষণ’ ফিল্মের অভিনেতা বলেন। উল্লেখ্য ২০০৬ সালে ‘হেরা ফেরি’ সিকুয়েল ‘ফির হেরা ফেরি’ মুক্তি পায়। এই সিরিজের আরেকটি ফিল্ম নির্মাণের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনীল-শেট্টি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ