প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, মামুনুর রশিদ, বাঁধন, ইন্তেখাব দিনার, তানিয়া আহমেদে, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, ফারুক আহমেদ, সাব্বির হোসেন প্রমূখ। ধারাবাহিকটি প্রচার হবে আরটিভিতে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ২০ মিনিটে। ধারাবাহিকে দেখা যাবে। আনোয়ার হোসেনের (রহমত আলী) ও তার স্ত্রীর (ওয়াহিদা মল্লিক জলি) আসমা ঢাকায় বসাবস করে চারতলা বাড়ি নিয়ে। দ্বিতীয়তলায় তার পরিবার থাকে। আনোয়ার সাহেব ব্যবসায়ী। তার দুই ছেলে, দুই মেয়ে। মোটামোটি সুখী একটি পরিবার.. আনোয়ার সাহেবের ছোট মেয়ে বর্ণনা (শখ)। নাটকের কেন্দ্রীয় অভিনেত্রী। সুন্দরী। মাস্টার্স দেবে। পরিবারের সবার খুব আদরের। আনোয়ার সাহেবের বড় মেয়ে রুমা (বাঁধন)। বিয়ে হয়ে গেছে। স্বামী জাহিদ হাসান (ফারুক আহমেদ)। চাকরি করে। একপর্যায়ে চাকরি ছেড়ে ব্যবসা করবে। এমনিতে জাহিদ সাহেব মজার এবং ভালো মানুষ। সমস্যা তাদের বাচ্চা হয় না। জাহিদ রুমার চিকিৎসা চালিয়ে যায়। কিন্তু রুমার কোনো সমস্যা পায় না। রুমা জাহিদের চিকিৎসার কথাও বলে। জাহিদ তার কোনো সমস্যা নেই বলে বার বার এড়িয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।