Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিজিএফ’র চাল আত্মসাৎ

মামলা দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

সাড়ে ২৭ হাজার কিলোগ্রাম (কেজি) সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরগুনা পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া ভিজিএফ’র চাল আত্মসাতের দায়ে বরিশাল মেহেন্দিগঞ্জ আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের বিরুদ্ধেও পৃথক মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পটুয়াখালি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৬নং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন পল্টু ৫৫০টি জেলে পরিবারের মধ্যে ২৭ হাজার ৫শ’ কেজি চাল কম বিতরণ করেন।
ভিজিএফ কার্ডের চাল স্থানীয় ট্যাগ অফিসারকে না জানিয়ে মাস্টাররোলে ‘সঠিক বিতরণ’ দেখান তিনি। কিন্তু উপকারভোগীদের ৮০ কেজি চালের পরিবর্তে তিনি ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এভাবে তিনি ৫৫০টি পরিবারের মোট ২৭ হাজার ৫শ’ কেজি চাল আত্মসাৎ করেন। এ চালের সরকারি মূল্য ১১ লাখ ৯৫ হাজার ৮৬৫ টাকা।
আলাউদ্দিনের বিরুদ্ধে দÐবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই গ্রেফতার করা হয়েছে আলাউদ্দিন পল্টুকে। শহিদুল ইসলামের বিরুদ্ধেও ভিজিএফ কার্ডের চাল আত্মসাতের অভিযোগ মামলা করা হয়। তবে এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি দুদক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ