প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : চ্যানেল আইতে ১৫ জুলাই সন্ধ্যা থেকে শুরু হওয়া নতুন রিয়েলিটি শো ‘মিউজিক্যাল প্রিমিয়ার লীগ’র প্রধান দুই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পার্থ বড়–য়া ও বাপ্পা মুজমদার। প্রথমদিন প্রচারের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে অনুষ্ঠানটি বেশ সাড়া ফেলেছে। প্রধান দুই বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েও বেশ উচ্ছ¡স্বিত পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। পার্থ বড়–য়া এই নতুন রিয়েলিটি শো নিয়ে বলেন, ‘আমার প্রথম কথা হচ্ছে সঙ্গীত বিষয়ক যে কোনো প্রতিযোগিতা কিংবা অনুষ্ঠানের সঙ্গে সব সময়ই আমি আছি, থাকব। আমি মনেপ্রাণে একজন সঙ্গীত শিল্পী। আমি চাই সত্যিকারের শিল্পীরা আসুক। আগামীর নেতৃত্ব দিক তারা। এই রিয়েলিটি শো থেকে আমরা আট থেকে দশজন ভালো শিল্পী পাব যারা অনেক ভালো করবেন ভবিষ্যতে।’ বাপ্পা মজুমদার বলেন, ‘শুরু থেকেই অনুষ্ঠানটি নিয়ে আমি দারুণ আশাবাদী ছিলাম। যতই দিন যাচ্ছে, এর সঙ্গে আরো ওতপ্রোতভাবে জড়াচ্ছি। আরো বেশি আশাবাদী হচ্ছি। একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেতে অবশ্যই ভালো লাগছে। আমি খুব আশাবাদী, আমরা বেশ ভালো কিছু শিল্পী পাব।’ ‘মিউজিক্যাল প্রিমিয়ার লীগ’ অনুষ্ঠানটি শুক্র থেকে সোমবার প্রতিদিন সন্ধ্যা ৭.৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এদিকে পার্থ বড়–য়া অভিনীত প্রথম চলচ্চিত্র অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ আসছে ১৯ আগস্ট মুক্তি পাবে বলে জানালেন পার্থ বড়–য়া। তাই নিজের অভিনীত প্রথম সিনেমাটি নিয়েও তাকে একটু ভাবতে হচ্ছে। সিনেমাটির প্রচারণাতেও অংশ নেবেন পার্থ বড়–য়া। এদিকে বাপ্পা মজুমদা এই ‘মিউজিক্যাল প্রিমিয়ার লীগ’ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি কোরবানি ঈদের জন্য কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই রিয়েলিটি শো’র আটজন টিম লিডার হলেন সাব্বির, মেহেদী, সন্দিপণ, মেহেদী, পারভেজ সাজ্জাদ, নিশিতা বড়–ুয়া, দিঠি আনোয়ার, পুতুল ও কোনাল। এই রিয়েলিটি শো’র আরেকজন প্রধান বিচারক হচ্ছেন শাকিলা শর্মা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।