বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চার জেলায় ৪ জন নিহত
করোনা অতঙ্কের মধ্যেও থামছে না সড়ক দুর্ঘটনা। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, একদিকে করোনা ভাইরাসের আতংক অন্যদিকে সারারাত পড়েছে বৃষ্টি। চারদিন পর করবে বিয়ে, তাই তাড়াহুড়া করে নগর থেকে ভাবিকে নিয়ে চলে আসছেন বাড়িতে। বৃষ্টির পানিতে রাস্তা হয়ে গেছে পিচলা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দেবর ভাবি। ঘটনাস্থলে দুইজনে গুরত্বভাবে আহত হন। দ্রুত এগিয়ে আসেন স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান দেবর। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর কেইপিজেড গেটের সামনে।
গতকাল বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের কাইছার হামিদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত উপজেলার বরুমচড়া গ্রামের মৃত আবদুল হোসেনের পুত্র। এতে বাইকে পিছন সিটে বসা তার ভাবি আয়শা আকতার (২৬) গুরত্বভারে আহত হন। স্থানীয়দের চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের। আশংস্কাজনক অবস্থায় রয়েছেন আহত আয়শা আকতার। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলীর শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামিদের মৃত্যু হয়।
নিহতের বড় বোনের জামাই মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, তার বড়ভাইয়ের সাথে চট্টগ্রাম নগরের একটি মুদির দোকান করে সে। আগামী ২০ এপ্রিল বাঁশখালী এক জনৈকের মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। করোনা ভাইরাসের কারণে কোনো অনুষ্ঠান ছাড়ায় মেয়ে নিয়ে আসার কথাও রয়েছে। ভোরে মোটরসাইকে করে ভাবিকে নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। বর্তমানে ভাবি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত আবুল কাশেম মন্ডল (২৭) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাজীবপুর গ্রামের মৃত জিল হকের ছেলে আবুল কাশেম মন্ডল গত ১২ এপ্রিল সকালে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় রামভদ্র গ্রামের কদমতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে আবুল কাশেম মারা যায়। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, শ্রীনগর উপজেলায় ঔষুধবাহী কভার্ডভ্যানের ধাক্কায় জিসান শেখ (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গত বুধবার দুপুরে জেলার শ্রীনগর উপজেলার সিংপাড়া জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের রতন শেখের ছেলে। সে কল্লিগাঁও নুরানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে সিংপাড়া জোড়া ব্রিজের কাছে যায় মাদরাসা ছাত্র জিসান। এ সময় সড়কে দ্রুত গতির ওরিয়ন কোম্পানির ঔষুধবাহী একটি কভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষনিক মাদরাসা ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক কভার্ডভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় বদরুল আলম (২৮) ও আলাল মিয়া (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাওঁ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল যোগে ছাতক বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত বদরুল আলম উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর ও আলাল মিয়া একই ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।