Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলিকে আউট করতে হবে কিভাবে? জানালেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৭:৪৫ পিএম

বিশ্বসেরা বোলাররা তাকে বল করতে ভয় পান। কোন জায়গায় বল ফেলবেন, তা বুঝে উঠতে পারেন না। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার কিন্তু ভারত অধিনায়ক বিরাট কোহালিকে আউট করার উপায় জানিয়ে দিলেন। নিজের সেরা সময়ে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের ফিরিয়েছেন প্যাভিলিয়নে। সেই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলছেন, ‘আমি যদি কোহালিকে বল করতাম, তা হলে ওকে ড্রাইভ করার মতো বল দিতাম। তা ছাড়া ক্রিজের অনেকটা বাইরে থেকে বল করতাম। কোহালি যাতে ড্রাইভ করে সেটাই হত আমার উদ্দেশ্য।’

ড্রাইভ করতে গিয়ে সময়ের গণ্ডগোলে আউট হওয়ার সম্ভাবনা বাড়ে। কোহালির উইকেট নেওয়ার জন্য সেই উপায় অবলম্বন করতেন বলেই জানিয়েছেন শোয়েব। তাতেও যদি কাজ না হয়, তা হলে গতি দিয়ে কোহালিকে ফেরাতেন বলে জানিয়েছেন শোয়েব।

শোয়েবের দ্রুতগামী ডেলিভারি সামলাতে অনেককেই বেগ পেতে হয়েছিল। শচীন-পন্টিংও ঠিক মতো সামলাতে পারেননি। কোহালিকে ফেরানোর জন্য গতিশীল ডেলিভারিই হতে পারে শোয়েবের অস্ত্র। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলছেন, ‘ড্রাইভ করার প্রলোভন দেখিয়ে ওকে আউট করার চেষ্টা যদি ব্যর্থ হয়, তা হলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ওকে বল করতাম। তা হলে কোহালি আউট হয়ে যেত।’



 

Show all comments
  • Arafat Rahman ১৬ এপ্রিল, ২০২০, ৭:৫২ পিএম says : 0
    একজন দক্ষ বলারের বৈশিষ্টই এরকম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ