Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়ায় রেকর্ড ভোট, ভূমিধস জয় ক্ষমতাসীনদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৭:২৯ পিএম

করোনা সংকটের মাঝেই ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ কোরিয়ার সংসদ নির্বাচনে। ভূমিধস জয় পেয়েছে ক্ষমতাসীনরা।

করোনা সংকট মোকাবেলায় সাফল্যের সুফল ভোটেও পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুন জা-ইন। তার দল ডেমোক্র্যাটিক পার্টি গত ১২ বছরে এই প্রথম ৩০০ আসনের মধ্যে কমপক্ষে ১৮০ টি নিশ্চিত করে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। বিরোধী কনজারভেটিভ ইউনাইটেড ফিউচার পার্টি (ইউভিপি) ও তাদের শরিক দলগুলো ১০৩ টি আসনে জয় নিশ্চিত করেছে।

করোনা সঙ্কটের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে গত ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, ৬২ দশমিক ২ ভাগ ভোট পড়েছে এই নির্বাচনে। ১৯৯২ সালের পর থেকে অনুষ্ঠিত কোনো নির্বাচনে এত ভোট পড়েনি।

কয়েক মাস আগে প্রেসিডেন্ট মুন জা-ইন-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণেও সমালোচিত হয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, করোনা সংকট সাফল্যের সঙ্গে মোকাবেলা করে সেই দুঃসময় কাটিয়ে উঠেছেন মুন জা-ইন। সে কারণেই সংসদ নির্বাচনে তার দল বিপুল ব্যবধানে জিততে চলেছে বলে বিশ্লেষকরা মনে করেন। সূত্র: এএফপি।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ