Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট বিভাগে আরও ৩২০ জন হোম কোয়ারেন্টিনে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ৩:১৩ পিএম

নতুন করে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৩২০ জন।  মুক্তি দেওয়া হয়েছে ২০ জনকে।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৪০ জন, সুনামগঞ্জ ১১৭ জন, হবিগঞ্জে ১৩৯ জন ও মৌলভীবাজারে ২৪ জন। গত ২৪ ঘন্টায় আরও ২০ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে সুনামগঞ্জের ১৫ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২০৯১ জন। এর মধ্যে সিলেটে ১৩৩ জন, সুনামগঞ্জে ৯৮৫ জন, হবিগঞ্জে ৩২০ জন, মৌলভীবাজারে ৬৫৩ জন। সিলেট বিভাগে কোয়ারেন্টিনে রাখা হয়েছে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২০১ জনকে। এর মধ্যে ৩ হাজার ১১০ জন পেয়েছেন ছাড়পত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ