Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোল পৌরসভার ১৪শ’ কর্মহীন পেশাজীবীর মাঝে ত্রাণ বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ২:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ১৪শ’ কর্মহীন বিভিন্ন পেশাজীবী ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বিনামূল্যে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। এ লক্ষ্যে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ সাঁকোপাড়া মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে এনামুল হকের হাতে ১০ কেজি চাউল, ২ কেজি আলু ও ১ কেজি ডালসহ খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ও ট্যাগ অফিসার সার্ভেয়ার মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত ওয়ার্ড-২ এর কাউন্সিলর আরিফা বেগম। পৌর মেয়র আব্দুর রশিদ খান জানান, সরকারি কর্মতা (ট্যাগ অফিসার)-এর তদারকিতে তালিকাভুক্ত ১৪শ’ কর্মহীন বিভিন্ন পেশাজীবী ও দরিদ্র মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ সব ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ