Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ডিলারকে গ্রেফতার করল দুদক

ওএমএস’র চাল আত্মসাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জের দুই ডিলারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ সিংগাইরের ডিলার মো. রফিকুল ইসলাম এবং মো. আবু বকর সিদ্দিক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাদী হয়ে পৃথক মামলা করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিযুক্ত হয়ে সিংগাইর থানার জার্মিতা ইউনিয়নের দড়িরাজনগর সাকিনের মোড়ে জনৈক সলে বিশ্বাসের ভাড়া করা দোকানের খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ কেজি চাল আত্মসাৎ করেন রফিকুল ইসলাম। একই কর্মসূচির আওতায় সিংগাইরের ধল্লা বাজার খাদ্যবান্ধব কর্মসূচির ৪৮৭০ কেজি চাল আত্মসাৎ করেন আবু বকর সিদ্দিক। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় দুদক তাদের বিরুদ্ধে মামলা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ