মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ আন্তর্জাতিক বিমান সংস্থার পরিষেবা। এই অবস্থা থেকে উত্তরনের পরিকল্পনা হিসাবে বেশি ভাড়া নিয়ে কম যাত্রী নিয়ে বিমান চালানোর পরিকল্পনা করছে তারা। এক-তৃতীয়াংশ আসন খালি রেখে আবার বিমান পরিষেবা শুরুর কথা ভাবছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলতে যে বিমানে যাত্রীদের জন্য ১৮০টি আসন রয়েছে, এর ফলে, সেই বিমানে ১২০ জনের বেশি যাত্রী উঠতে পারবেন না। ইউরোপের অন্যতম প্রধান বিমান সংস্থা ‘ভিজ এয়ার’ এবং আন্তর্জাতিক বিমানব্যবসার নিয়ন্ত্রক সংস্থা আইএটিএ’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ভিজ এয়ারের চিফ এগজিকিউটিভ অফিসার জোসেফ বারাদি এবং আইএটিএ-র সিইও আলেকজান্দ্রে দ্য জুনিয়াক বলেছেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলতে আমরা আন্তর্জাতিক বিমানের দুই-তৃতীয়াংশ আসনে যাত্রী নেয়ার কথা ভেবেছি। ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।