Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে নতুন ধারাবাহিক অষ্টধাতু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনাভাইরাসের কারনে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। শত শংকার মধ্যেও জীবন বয়ে চলছে। ঘরবন্দী মানুষ সুস্থ সুন্দর আগামীর প্রত্যাশায় সহসাই চোখ রাখছেন টেলিভিশনের পরদায়।
গ্রাম বাংলার এক পরিবারের আট ভাইবোন ও তাদের চারপাশের কিছু চেনা-অচেনা মানুষের জীবনের গল্প নিয়ে আরটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘অষ্টধাতু’র প্রচার শুরু হচ্ছে। ১৪ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০ টায় নাটকটি দেখা যাবে।
মাহফুজ আহমেদ প্রযোজিত বৃন্দাবন দাস রচিত আমার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, আল মনসুর, চিত্রলেখা গুহ, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, আহমেদ রুবেল, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, উরমিলা শ্রাবন্তী কর, আ খ ম হাসান, পারসা ইভানা, মাসুদ রানা মিঠু, শাহরিয়ার ফেরদৌস সজীব, শফিউল আজম পিন্টু, জামাল রাজা, আইরিন আফরোজ, হাসান ফেরদৌস জুয়েল, সানজিদা লতা, খায়রুল আলম টিপু প্রমুখ। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অষ্টধাতু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ