বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি মধ্যদিয়ে বুধবার সকালে বরিশালের গৌরনদীকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি মূল্যের চাল কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া, নলচিড়া ও সরিকল ইউনিয়নের বিভিন্নস্থানে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রমের কঠোরভাবে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজীন।
পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজীন জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রমের অনিয়ম রুখতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। খাঞ্জাপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের সদস্য হেলেনা বেগমকে সরকারী আইন অমান্য করে একজনের কার্ড আরেকজনকে দেয়ায় তাকে দুইশ’ টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, করোনা ভাইরাস আতংকের মধ্যেও এক নারী মাদারীপুর থেকে গৌরনদীতে বাবার বাড়ি বেড়াতে আসার চেষ্টা করলে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।