Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটালে নতুন চ্যাট শো নিয়ে আসছেন উর্বশী ধোলাকিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

টিভি অভিনেত্রী উর্বশী ধোলাকিয়া ডিজিটাল প্লাটফর্মের জন্য নতুন চ্যাট শো নিয়ে আসছেন। সারা দুনিয়ায় এই লকডাউনের সময় উর্বশী ‘ট্রেন্ডিং নাউ’ নামের এই অনুষ্ঠানের মাধ্যমে একান্ত কিছু বিষয়বস্তুর পাশাপাশি হালকা ও মজার কিছু বিষয় উপস্থাপন করবেন। তিনি এই অনুষ্ঠানে বিনোদন জগত ছাড়াও ভিন্ন ভিন্ন পেশার মানুষদের সঙ্গে আলাপ করবেন। এরই মধ্যে তিনি টোনি কাক্কার, স্মৃতি ঝা এবং সুমনা চক্রবর্তীর মত তারকাদের সঙ্গে অনুষ্ঠানটির মাধ্যমে আলাপচারিতায় বসেছেন। ‘ট্রেন্ডিং নাউ’ সম্পর্কে উর্বশী বলেন : “এই মুহূর্তে ডিজিটাল মাধ্যম সম্ভাব্য সব মাধ্যমকে ছাড়িয়ে গেছে, আর এর আরও উৎকর্ষ হবে। তাই আমি এই মাধ্যমকে কাজে লাগাবার কথা ভাবছিলাম, বিশেষ করে এই কোয়ারেন্টিনের সময় দর্শকরা যখন ডিজিটাল মাধ্যমে কী হচ্ছে তা জানান জন্য তাদের মনোযোগ নিবদ্ধ করে রেখেছে, ঠিক তখনই একটি অকপট আনন্দ ও রসে পূর্ণ চ্যাট শো তৈরির ধারণা মাথায় আসে কারণ আমি এমন একজন মানুষ যে সবসময় মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি। এর মাধ্যমে তাদের বুদ্ধিদীপ্ত আর রসঘন দিকগুলোও তুলে ধরতে চাই।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাট-শো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ