রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার রপ্তাতিমুখী অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নীট কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বহিরাগতদের মদদে উচ্ছৃঙ্খল শ্রমিকদের কারণে উৎপাদন ব্যাহত, নিরীহ শ্রমিকসহ কর্মচারী-কর্মকর্তাদের হুমকি-ধামকি ও নিরীহ শ্রমিকদের বের করে দিয়ে কাজ বন্ধ করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে গতকাল রোববার সকালে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেন। কারখানা কর্তৃপক্ষ জানায়, অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নীট কম্পোজিট কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করে আসছে। গত ছয় মাস ধরে বহিরাগতদের মদদে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যাহত করে ও কর্মপরিবেশ নষ্ট করছে। বিশেষ করে গত রমজান মাসে এর প্রকট আকার ধারণ করে। যার ফলে উৎপাদন ব্যাপক ক্ষতিসাধন করে। রমজানের পবিত্রতা ও মানবিক বিবেচনা করে শ্রমিকদের বার বার বুঝিয়ে কারখানাটি সচল রাখার ব্যর্থ চেষ্টা করা হয়। গত ২২ জুন কারখানার সামনে একজন শ্রমিক সড়ক দুর্ঘটনার শিকার হন। আহত ওই শ্রমিককে কোম্পানির নিজস্ব অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দিয়ে ফের সুস্থ করে ফিরিয়ে আনা হয়। ওইদিন শ্রমিক আহতের অজুহাত দেখিয়ে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানায় কাজ বন্ধ করে দেয়। তখন মালিকপক্ষ থেকে কাজে যোগদান করতে বলা হলেও উচ্ছৃঙ্খল শ্রমিকদের কারণে কোনো শ্রমিক কাজে যোগদান করেনি। গত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিন ছুটির সাথে অতিরিক্ত ৮ দিনসহ মোট ১১ দিন কারখানা বন্ধ রাখার অযৌক্তিক দাবি নিয়ে ৩০ জুন ও ২ জুলাই কাজ বন্ধ করে রাখা হয়। পরের দিন এক শ্রমিক নেতার আশ্বাসে ফের কাজে যোগদান করেন শ্রমিকরা। নাম না প্রকাশ শর্তে বেশ কয়েকজন নিরীহ শ্রমিক জানান, তারা সঠিক সময়ে বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন মালিকপক্ষের কাছ থেকে। এছাড়া নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে কাজও করতে চায়। তবে শ্রমিক নেতাদের কথা না মানলে ক্ষতি করতে পারে। তাই বাধ্য হয়ে কারখানার কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকরা সকালে এসে দেখতে পান কারখানার প্রধান গেইটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ সাটিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম আলী আকবর বলেন, বিরাজমান পরিস্থিতির সঠিক এবং সুন্দর সমাধান চায় কর্তৃপক্ষ। এব্যাপারে সঠিক এবং শিল্পবান্ধব নির্দেশনায় একটি সুন্দর সমাধানের জন্য বিকেএমইএ বরাবর একটি পত্র দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।