Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকল্প ধারার পক্ষ থেকে সিরাজদিখানে ত্রাণ বিতরণ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৭:২৭ পিএম

বিশ্বব্যাপি করোনাভাইরাস পরিস্থিতিতে বিকল্প ধারা ও সিরাজদিখান থানা বিকল্প যুবধারার পক্ষ হতে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে । 

১৫ এপ্রিল বুধবার উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থান খেটে খাওয়া, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক,পরিবহন শ্রমিক, ভিক্ষুক, পথ শিশু, বিধবা নারী ও ইত্যাদি শ্রমজীবি মানুষের মাঝে চাল,আটা ,ডাল, আলু, তেল, সাবন বিতরণ করা হয়। উপজেলার ১৪টি ইউনিয়নের ৫শতাধিক হত দরিদ্রদের মাঝে এ ত্রান বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন,বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু,সিরাজদিখান থানা বিকল্প ধারার সাধারন সম্পাদক মো: বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন,উপজেলা বিকল্প যুবধারা সভাপতি সাইফুল ইসলাম মিন্টু,সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন শাওনসহ উপজেলা বিকল্প ধারার নেতৃবৃন্দ ।

এর আগে বিএনপি নেতা ও আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষ হতে উপজেলার শেখরনগর ইউনিয়নের প্রায় ৫৬০টি দরিদ্র হিন্দু পরিবারের মাঝে চাল,আলু,তেল,সাবান বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন,শেখরনগর ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো.সিদ্দিক মোল্লা,থানা ছাত্রদলের সাবেক আহবায়ক অহিদুল ইসলাম অহিদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনোয়ার মোর্শেদ মাসুম প্রমুখ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ