নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের প্রভাবে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। যে কারণে সবার আগে বন্ধ হয়ে গেছে সিরি ‘আ’। প্রথমে এ লিগ স্থগিত হয়েছিল ১৩ এপ্রিল পর্যন্ত। সরকারি লকডাউনের মেয়াদ বাড়ায় এই লিগ স্থগিতের মেয়াদও বাড়লো ৩ মে পর্যন্ত।
আগামী ৩ মে পর্যন্ত ইতালি থাকবে লকডাউনে। তাই লিগও বন্ধ থাকছে ঐদিন পর্যন্ত। লিগ স্থগিত থাকায় করোনার প্রভাব পড়েছে খেলোয়াড়, কোচ ও ক্লাবগুলির ওপর। বলা হচ্ছে, মৌসুম যদি শেষ না করা যায়, তাহলে ৩ ভাগের এক ভাগ বেতন কাটা যাবে রোনালদোদের। শেষ করা গেলে সেক্ষেত্রে বেতন কাটা যাবে ৬ ভাগের একভাগ। যাতে করে করোনাকালে আর্থিক সঙ্কট মোকাবিলা করতে পারে ক্লাবগুলো। যদিও পেশাদার ফুটবলারদের সংগঠন এই বেতন কর্তণের সিদ্ধান্তকে লজ্জাজনক বলেছে।
চলতি মৌসুমে সিরি ‘আ’ লিগ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরইমধ্যে ফিওরেন্তিনা ও তোরিনোর মালিকেরা বলছেন, লিগ হয়তো শেষ করা যাবে না। তবে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান গাব্রিয়েল গ্রাভিনা বলছেন, মৌসুম শেষ না করাটা হবে অন্যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।