Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি ব্রিজের অভাবে দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা

হবিগঞ্জে মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় যাতায়াতে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর অত্র এলাকার জনগণ মাধবপুর থানা সংলগ্ন পূর্ব দিকে সোনাই নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও তা উপেক্ষিত রয়ে গেছে। যার ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা রয়েছে। শুকনো মৌসুমে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ও বর্ষা মৌসুমে নৌকা দিয়ে পারাপার হতে হয় স্কুল-কলেজ ও বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীসহ এখানকার বাসিন্দারদের। নতুবা প্রায় এক কিলোমিটার রাস্তা ঘুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকার হাইওয়ে রোড পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা সদরে আসতে হচ্ছে এলাকাবাসীদের। ফলে প্রতিনিয়ত একদিকে হাইওয়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয়, অন্যদিকে মারাত্মক সড়ক দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে। এখানে সোনাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ হলে মাধবপুর পৌরসভার ২টি ওয়ার্ড সহ দক্ষিণ-পূর্ব অঞ্চলের অর্ধলক্ষাধিক সাধারণ মানুষের চলাচলের সুবিধা হতো। এছাড়াও উপজেলা সদরে ৫/৬টি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ অত্র এলাকার কৃষকদের উৎপাদিত শাক-সবজি সহ কৃষি পণ্য সহজে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পরিবহনের সুবিধা হতো। খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় প্রায়ই ছাত্র-ছাত্রীদের নানা দুর্ঘটনা ঘটেছে। মাধবপুর মনতলা সড়ক ও মাধবপুর-হরষপুর সড়ক থেকে একটি বাইপাস রাস্তা থাকলেও ব্রিজ না থাকার কারণে ওই রাস্তায় যান চলাচল করতে পারছে না। সরকারের কাছে এলাকাবাসীর দাবি অচিরেই যেন এই ব্রিজটি নির্মাণ করা হয়। এ ব্যাপারে স্থানীয় পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সোনাই নদীর উপর একটি ব্রিজের জন্য আমি এলজিইডির পিডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার পত্র প্রেরণ সহ যোগাযোগ করে আসছি। আশা করি অর্থ বছরের মধ্যেই একটি ব্রিজ টেন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একটি ব্রিজের অভাবে দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ