Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণের চাল চোরদের ক্রসফায়ারে দিন -চট্টগ্রাম আ. লীগ নেতা সুজন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ২:২৭ পিএম

ত্রাণের চাল চুরিতে জড়িতদের ক্রসফায়ারে দেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ে এ দাবি তুলে ধরেন। তাছাড়া সুজনের নেতৃত্বাধীন সামাজিক সংগঠন ‘নাগরিক উদ্যাগ’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতেও এ আহ্বান জানানো হয়েছে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক মন্দা মোকাবিলাকে গুরুত্ব দিয়ে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়া বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ, ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে।
কিন্তু সরকারের এসব কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে কতিপয় ব্যক্তিবিশেষের সরকারি ত্রাণের চাল চুরি ও আত্নসাতের ঘটনায়। এটা এক বালতি দুধে এক ফোঁটা লেবুর রস দেওয়ার মতো। সরকারি ত্রাণের চাল চুরির মতো ঘৃণ্য কর্মকাণ্ডে যারা জড়িত, সে যেই হোক, তাকে ক্রসফায়ারে দেওয়া হোক। মানুষের অসহায়ত্ব নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।
সুজন বলেন, কিছুদিন ধরে খবর পাচ্ছি, চট্টগ্রামের বিভিন্ন সরকারি খাদ্যগুদাম থেকে হাজার হাজার টন খাদ্যশস্য রাতের আঁধারে বাইরে পাচার হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মাঝে কিছু ধরা পড়ে।
এই পাচারের সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের নাম-পরিচয় গণমাধ্যমে প্রকাশ হোক।
করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে ঘরবন্দি মানুষকে মশার অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি মেয়রের প্রতিও আহ্বান জানান সুজন।

 



 

Show all comments
  • Md. Shamsul Hoq ১৪ এপ্রিল, ২০২০, ৩:৪২ পিএম says : 0
    Why not through Coart.
    Total Reply(0) Reply
  • ইমরান আহমেদ ১৪ এপ্রিল, ২০২০, ৭:১৮ পিএম says : 0
    খুব ভাল বক্তব্য। এই ভাবে যদি ক্ষমতাসীন দলের সব নেতা বক্তব্য রাখেন তাহলে ত্রানচুর কমে যাবে।
    Total Reply(0) Reply
  • A HANNAN KHAN ১৪ এপ্রিল, ২০২০, ১০:৩৮ পিএম says : 0
    ঞুসফায়ার দেয়া উচিৎ
    Total Reply(0) Reply
  • মোঃ শাহ্ নেওয়াজ, ধানমন্ডি, ঢাকা। ১৫ এপ্রিল, ২০২০, ১২:১৫ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রীর সব ভাল উদ্দেশ্য নৎসাত হয়ে যায় এই সমস্ত অসৎ লোকদের জন্য, আল্লাহ ওদের উচিৎ বিচার করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ