বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সারাদেশ থেকে অংশগ্রহণকৃত হিফ্জ শিক্ষকদের নিয়ে ৭ দিনব্যাপী হিফ্জ শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত প্রশিক্ষক উস্তাজুল হুফ্ফাজ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী বলেন, দেশ-বিদেশে বিভিন্ন শিক্ষা বিষয়ের উপরে শিক্ষকদের প্রশিক্ষণ হয়ে থাকে। সহি কুরআনের চর্চা বিশ্বময় ছড়িয়ে দিতে হলে শিক্ষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ অপরিহার্য। তাই এ ধরনের শিক্ষক প্রশিক্ষণ আমাদের দেশে আরো অনেক প্রয়োজন। তিনি বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ৭ দিনব্যাপী হিফ্জ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে দেশের প্রখ্যাত-প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহি কুরআন তেলাওয়াতের উপর প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে সহি কুরআন চর্চার প্রচার প্রসারকে আরো অনেক সামনে এগিয়ে নিবে বলে আমাদের বিশ্বাস। আগামী ২০ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১ মাসব্যাপী ও ঈদুল আযহার পরের দিন থেকে ৭ দিনব্যাপী ভিন্ন দু’টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীর ছাত্ররা সউদী আরব, মিসর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই, তুরষ্ক, কাতার, বাহরাইন, গাম্বিয়া ও জর্দানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকার মর্যাদা আরো বৃদ্ধি করেছে। উল্লেখ্য, অত্যাধুনিক প্রযুক্তিতে কম্পিউটার সফটওয়্যার ও প্রজেক্টরের মাধ্যমে মিসর, আলজেরিয়া, মক্কা মুকাররমার কারিকুলাম অনুযায়ী কোর্সটি পরিচালিত হয়ে আসছে এবং মাখরাজ সিফাতের স্থান নির্ণয়সহ তারতিল হদর, তাদবির এবং তিলাওয়াত ওয়াকফ, উপর প্রশিক্ষণ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।