Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশের স্টেডিয়ামে হাজারেরও বেশি দর্শক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১০:৫৭ এএম

প্রাণঘাতি করোনাভাইরাসের তোপে ইউরোপের দেশ বেলারুশে সরকারি হিসেবে মতের সংখ্যা ২৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯১৯ জন। তা সত্ত্বেও বন্ধ হয়নি বেলারুশ ফুটবল লিগের খেলা। শুধু তাই নয়। দু’দিন আগে (রোববার) ডায়নামো ব্রেস্ত বনাম এফসি মিন্সকের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন এক হাজারেরও বেশি দর্শক! যা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গোটা বিশ্বে এই মুহূর্তে স্তব্ধ সব ধরনের খেলাধুলো। সংক্রমণের হাত থেকে বাঁচতে অধিকাংশ দেশেই মানুষ গৃহবন্দি জীবন কাটাচ্ছেন। অথচ সম্পূর্ণ উল্টো ছবি বেলারুশে। ইউরোপের এই একটি মাত্র দেশেই বন্ধ হয়নি লিগের খেলা। বেলারুশের ফুটবল ফেডারেশন স্পষ্ট জানিয়েছিল, লিগের খেলা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই তাদের। তবে মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে স্টেডিয়াম দর্শকশূন্য রাখা হবে।

ফুটবলারদের অনুপ্রাণিত করতে স্টেডিয়ামের আসনে রাখা থাকবে দর্শকদের মুখের ছবি দেওয়া ‘ম্যানিকুইন’ (পুতুল)। বাস্তবের ছবিটা ঠিক এর উল্টো। করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে অনেক দর্শকই রোববারের ম্যাচে স্টেডিয়ামে যাননি। তবে যারা গিয়েছিলেন, তারা কোনও নিয়মই মানেননি। শারীরিক দূরত্ব বজায় না রেখে পাশাপাশি বসেছেন। এমনকি, ডায়নামো ৩-১ জেতার আনন্দে একে অপরকে আলিঙ্গনও করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ