Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লকডাউন ভেঙে সমালোচনার মুখে শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১:২৬ এএম

প্রাণঘাতি করোনাভাইরাস রুখতে বাড়িতে থাকুন। নেতা-মন্ত্রী থেকে নায়ক-নায়িকা, পুলিশ-প্রত্যেকে এক কথা বলতে বলতে হাঁপিয়ে উঠছেন। কিন্তু সমাজে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের কাছে লকডাউনের গুরুত্ব এখনও স্পষ্ট নয়। তবে সে তালিকাতে যে শোয়েব আখতারও রয়েছেন, তা হয়তো অনেকেরই জানা ছিল না। ইসলামাবাদের খালি রাস্তায় সাইক্লিং করে তাই সোশ্যাল দুনিয়ার রোষের মুখে পড়তে হল সাবেক পাক পেসারকে।

সম্প্রতি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন শোয়েব। সেখানে দেখা যাচ্ছে, রাতের ইসলামাবাদে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন তারকা পেসার। মুখে মাস্কেরও বালাই নেই। ভিডিওতে তিনি বলছেন, ‘আমার সুন্দর শহরে সাইকেল চালাচ্ছি। দারুণ আবহাওয়া। জন শূন্য রাস্তা। এটাই শরীরচর্চার জন্য সেরা।’

কিন্তু শোয়েবের এমন কাণ্ডে ক্ষেপেছেন পাকিস্তানের নাগরিকরা। ঐ ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘কিছুদিন আগেই মানুষকে সচেতন করতে অনেক বার্তা দিয়েছেন আপনি। আর এখন লকডাউনে আপনিই ঘরের বাইরে। এটি মোটেও উচিত হয়নি। আপনি একজন তারকা। আপনাকে দেখে অনেকেই শিখবে। তারাও যদি এভাবে বের হয়ে আসে, তা কি ঠিক হবে!’

শোয়েবকে ‘স্বার্থপর’ বলে একজন লিখেছেন, ‘আপনি সাধারণ মানুষকে সচেতন করছেন, আবার আপনিই বাড়ির বাইরে। লকডাউনের মতো এই ভয়াবহ পরিস্থিতিতে আপনি বেকুবের মতো কাজ করছেন। আবারো হাসিমুখে তা সবাইকে দেখাচ্ছেন।’

বাইশ গজকে অনেক বছর আগে বিদায় জানালেও তিনি এখনও ক্রিকেটের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত। তাই রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। এহেন একজন জনপ্রিয় তারকা যদি দায়িত্বজ্ঞানহীনের মতো সাইকেল নিয়ে ঘোরেন, তাহলে অনেকেই বাইরে বেরনোর অনুপ্রেরণা পাবে। সেই কারণেই শোয়েবের ভিডিও নিয়ে আপত্তি তোলেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ