Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভোলার আটককৃত চাল চোরদের ৪ দিন করে রিমান্ড মন্জুর আদালতের

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৯:৫২ পিএম

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ইউপি সদস্যের ঘরের মেঝে মাটির নিচে খুঁড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। আটক কৃত দু’জনকে আজ ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল আলম।
রবিবার (১২ এপ্রিল) সকালে ৯৯৯ ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মেঝের খুঁড়ে ৭ বস্তা চাল উদ্ধার করে।
এছাড়াও ওই ওয়ার্ডের চৌকিদার শাহ আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির (এএমএস)এর চাল।
ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা সাবেক মেম্বার নান্নুকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার, তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমর সহ ৪জনকে আসামি করে মামলা হয়।
ভোলার কোর্ট পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, আটক কৃত না্ন্নু মেম্বার ও শাহে আলম চৌকিদারকে আজ ভোলার সিনিয়র জুডিসিয়াল ফরিদুল আলমের কোর্টে হাজির করে রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে তাদের প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ