Inqilab Logo

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিষাক্তমদে পাবনার ঈশ্বরদীতে দু’জনের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৯:৪২ পিএম

ঈশ্বরদী শহরের ফতে মোহাম্মদ এলাকায় বিষাক্তমদ পান করে ২ ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়। এরা হলো মকলেছুর রহমানের ছেলে সজল (৩২) ও শামীমের ছেলে রাজু (৩২)।
জানা যায়, মৃত ব্যাক্তিরা গত শনিবার রাতে এলাকার একটি দোকান থেকে বিষাক্তমদ কিনে পান করলে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে গত রোববার বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তারা রোববার রাত ৯ টায় মারা যায়।
এঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষাক্তমদ বিক্রেতাকে আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ