বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও মোকাবিলায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় শুক্র ও শনিবারসহ সপ্তাহে সাত দিন সার্বক্ষণিক সেবা দিতে কন্ট্রোল রুম চালু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সার্বিক নির্দেশনায় ও তত্বাবধানে কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৮টা থেকে রাত ৮টা, রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত দুই শিফটে দায়িত্বপালন করে যাচ্ছেন। করোনা সম্পর্কে যে কোন হালনাগাদ তথ্য জানাতে কন্ট্রোল রুমে (ফোন নং ০৩১-৬৩৪৮৪৩) যোগাযোগ করতে বলা হয়েছে।
সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ নুরুল হায়দার ফোকাল পারসন ও জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়া কন্ট্রোল রুমের ইনচার্জের দায়িত্বে রয়েছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ নুরুল হায়দার ও মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী করোনাভাইরাস সম্পর্কিত যাবতীয় কার্যক্রম তদারকি করছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী এস.এম সাহিদুল ইসলাম, স্টোর কিপার মোঃ জাহেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর উশ্রী দাশ গীতা ও প্রজেকশনিষ্ট মোঃ আবুল খায়ের সার্বক্ষণিক অফিসে দায়িত্ব পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।