বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের গ্রামাঞ্চলের হাট-বাজার পার্শ্ববর্তী খেলার মাঠ বা খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় -বিক্রয় নিশ্চিতে মুলত এ সর্তকতামুলক পদক্ষেপ। রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ক নির্দেশনা সম্বলিত চিঠি ইস্যু করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেটের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এসে পৌঁছেছে এ চিঠিগুলো। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম এব্যাপারে জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্রামাঞ্চলে বড় মাঠে দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা করতে বলার পর স্থানীয় সরকার বিভাগ থেকে গতকাল (রবিবার) এই নির্দেশনা জারি করা হয়েছে। আজ সিলেট জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছেসে নির্দেশনামুলক চিঠি । সে লক্ষ্যে আজ থেকেই আজ থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। নির্দেশনাটি কার্যকর করতে সিলেট জেলা প্রশাসন হার্ড লাইনে থাকবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।