Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের গ্রামীন হাট-বাজার নিরাপদ জায়গায় স্থানান্তরে হার্ডলাইনে প্রশাসন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৫:০৫ পিএম

সিলেটের গ্রামাঞ্চলের হাট-বাজার পার্শ্ববর্তী খেলার মাঠ বা খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় -বিক্রয়  নিশ্চিতে মুলত এ সর্তকতামুলক পদক্ষেপ।  রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ক নির্দেশনা সম্বলিত  চিঠি ইস্যু করা হয়। সোমবার (১৩ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেটের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এসে পৌঁছেছে এ চিঠিগুলো। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম এব্যাপারে জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্রামাঞ্চলে বড় মাঠে দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য বিক্রির ব্যবস্থা করতে বলার পর স্থানীয় সরকার বিভাগ থেকে গতকাল (রবিবার) এই নির্দেশনা জারি করা হয়েছে। আজ সিলেট জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছেসে নির্দেশনামুলক চিঠি । সে লক্ষ্যে আজ থেকেই আজ থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। নির্দেশনাটি কার্যকর করতে সিলেট জেলা প্রশাসন হার্ড লাইনে থাকবে।’

            জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয় দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে থেকে যায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি। এ পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা অপরিহার্য।  গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে। এমতাবস্থায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় -বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণ হাট-বাজার বা কাঁচা বাজারগুলো পার্শ্ববর্তী স্কুলের মাঠ/খেলার মাঠ/খোলা জায়গায়  স্থানান্তরের প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয় চিঠিতে। এর আগে গতকাল রবিবার সকালে গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়কালে   প্রধানমন্ত্রী বলেন, 'বাজারে যাওয়ার সময়  দূরত্বটা বজায়  রাখতে হবে। যেখানে হাট হয়,  সেই হাট-বাজার সম্পূর্ণ বন্ধ না রেখে হাটের জায়গায়, বাস্তবিক অবস্থা  বিবেচনায় কোনো বড় মাঠে দূরত্ব বজায় নিশ্চিত করে  পণ্য বিক্রির জন্য পার্শ্ববর্তী সুনির্দিষ্ট নিরাপদ বিকল্প  জায়গা নির্ধারণ করতে হবে।'
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ