Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই দিনে মাহির বিবাহোত্তর সম্বর্ধনা

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২৫ মে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়েটা ঘরোয়াভাবে হয়। তবে ধুমধামের সাথে বিয়ের আওয়াজ দিতে ২০ তারিখ বিবাহোত্তর সম্বর্ধনার আয়োজন করতে যাচ্ছে মাহি ও তার পরিবার। এই অনুষ্ঠান দুই দিনে হবে। ২০ জুলাই রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে প্রথম অনুষ্ঠান হবে। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ২৪ জুলাই সিলেটে মাহির শ্বশুর বাড়িতে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি জানিয়েছেন, মূলত মিডিয়ার বন্ধু-স্বজনদের কথা ভেবেই ২০ তারিখের অনুষ্ঠানটি করছি ঢাকায়। কারণ আমার যত পরিচিতি তার সবটাই হয়েছে মিডিয়ার কল্যাণে। তাই এই অনুষ্ঠানের আয়োজন। ইতোমধ্যে বন্ধু ও স্বজনদের নিমন্ত্রণ দেয়া হয়েছে। ঢাকার আনুষ্ঠানিকতার পর মাহি যাবেন শ্বশুরবাড়ি সিলেটে। কিছুদিন সেখানে থাকার পর হানিমুনে যাবেন যুক্তরাষ্ট্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই দিনে মাহির বিবাহোত্তর সম্বর্ধনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ