বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে নিরাপদ দূরত্বে কেনাকাটার সুবিধার্থে নোয়াখালী জিলা স্কুল মাঠে বসেছে দৈনিক কাঁচাবাজার।
নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র ও খোলামেলা পরিবেশে দূরত্ব বজায় রেখে ক্রেতারা নিশ্চিন্তে কেনাকাটা করছেন। অস্থায়ী বাজারে কয়েক শত ব্যবসায়ী তরিতরকারীর পসরা সাজিয়েছে।
উল্লেখ্য, জিলা স্কুলের দক্ষিণ পাশ্র্¦ে মাইজদী পৌর বাজারে দৈনিক গড়ে ত্রিশ হাজার ত্রেতাসাধারণ কেনাকাটা করে থাকে। এক্ষেত্রে ক্রেতার সংখ্যা অনুপাতে পৌর বাজারটিতে স্থানসংকুলানে এতদিন চরম ঝুঁকি বিরাজ করছিল। পরবর্র্তীতে সবকিছু বিবেচনা করে জেলা প্রশাসন জিলা স্কুল মাঠে কাঁচাবাজার অস্থায়ীভাবে স্থানাস্তরের উদ্যোগ গ্রহন করেন।
কয়েকজন ক্রেতা ইনকিলাবকে জানান, নোয়াখালী জিলা স্কুলের বিশাল মাঠে খোলামেলা ও দুরত্ব বজায় রেখে দোকানী ও ক্রেতারা ক্রয়-বিক্রয় করছে। এতে করে করোনা সংক্রমণ ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।