বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে করোনা রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বার্ন ইউনিটের রোগীদেও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার কথা থাকলেও সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় স্থগিত করেছে। সোমবার ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, ঢামেক বার্ন ইউনিট ১০০ শয্যার হাসপাতাল। সেখানে রোগী আছে ৩০০। এতগুলো পোড়া রোগী স্থানান্তর করা খুবই ঝুঁকির বিষয়। সেটা রোগীর জন্যও খুব কষ্টকর। তাই হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আগের সিদ্ধান্ত স্থগিত করেছে।
ঢাকা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. খান মো. আবুল কালাম আজাদ বলেন, ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে অধিকাংশ পোড়া রোগী। এদের মধ্যে অনেক রোগীর অবস্থা খুবই খারাপ। চিকিৎসকরা সার্বক্ষণিক রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এসব রোগী টানাহ্যাঁচড়া খুবই ঝুঁকির ব্যাপার। তাই এ বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। মন্ত্রণালয় আপাতত বিষয়টি স্থগিত করেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ঢামেক বার্ন ইউনিট আমাদের অধীনে না। তারা যদি আমাদের এখানে রোগী পাঠায় আমরা প্রস্তুত আছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।