বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুনের দায়ে ফাঁসির দন্ড মাথায় পাঁচ বছর কুলিগিরি করেও শেষ রক্ষা হলো না। গত শনিবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার হলেন পলাতক আবুল কালাম (৩৬)। বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ভোলার লালমোহনে কালামের বাড়ি হলেও থাকেন নগরীর কালামিয়া বাজারে। তাকে নিয়ে গত পাঁচ দিনের মধ্যে একই মামলায় মৃত্যুদন্ড পাওয়া দুই আসামি গ্রেফতার হল।
থানার ওসি নেজাম উদ্দিন বলেন, নাম-পরিচয় গোপন করে কুলি, মজুরি করেছেন কালাম। তবে তার শেষ রক্ষা হয়নি। ২০০৮ সালের ৩ মে কালাম ও তার পাঁচ সহযোগী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে। এ মামলায় ২০১৫ সালে আদালত রুবেল, কালামসহ চারজনকে মৃত্যুদন্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। কালামসহ চার আসামি পলাতক ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।