Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক-আপ আর্টিস্টের সঙ্গে ব্র্যাড পিটের বিব্রতকর অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

হলিউডে নামী মেক-আপ শিল্পী জিন ব্ল্যাকের সঙ্গে সুপারস্টার অভিনেতা ব্র্যাড পিটের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। ‘সেলিব্রিটি আইওইউ’ টিভি অনুষ্ঠানে পিট এই সজ্জা বিশেষজ্ঞের সঙ্গে তার সম্পর্ক আর একটি বিব্রতকর অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। “সে আমার পরিবারের সদস্যের মত, আমাদের সম্পর্ক ভাই-বোনের মত। আমার জীবনে আমি তাকে এক বিশেষ অবস্থানে রেখেছি,” পিট বলেন। অস্কার বিজয়ী অভিনেতা জানান তার অভিনয়ে ৪০টি চলচ্চিত্রে জিন তার মেক-আপ করেছেন। তবে ১৯৯৪ সালের ফিল্ম ‘লেজেন্ডস অফ ফল’ চলচ্চিত্রায়নের সময় এই সজ্জা শিল্পীর সঙ্গে তাকে এক বিব্রত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। মেক-আপের সময় জিনকে ব্র্যাডের নিতম্বে রোদে পোড়া একটি দাগ বসাতে হয়েছিল। স্বাভাবিকভাবে যারা পরস্পরকে ভাই-বোনের মত দেখেন তাদের জন্য পরিস্থিতিটি খুব সুখকর হয়নি। পিট বলেন : “এমন অবস্থায় আমরা পরস্পরের চোখের দিকে তাকাতেই পারছিলাম না।” ‘ইনগ্লােরিয়াস বাস্টার্ডস’, ‘ওশান’স থারটিন’, ‘দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন’, ‘বাবেল’, ‘বার্ন আফটার রিডিং’ এবং ‘দি অ্যাসাসিনেশন অফ জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড’ চলচ্চিত্রগুলোতে ব্র্যাড পিটকে মেক-আপ দিয়েছেন জিন ব্ল্যাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্র্যাড-পিট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ