নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল বিরাট কোহালির দল। যা অস্ট্রেলিয়ার কাছে সতর্কবার্তা হয়ে উঠেছিল বলে মেনে নিলেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে চার টেস্টের সিরিজ ২-১ জিতেছিল ভারত। এর আগে ভারত তো বটেই, এশিয়ারই কোনও দল অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিততে পারেনি। সেই প্রসঙ্গে জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘সেই পরাজয় ছিল বিশাল ধাক্কা। আমার জীবনের খুব কঠিন সময়। কোনও সন্দেহ নেই যে এই হার আমার কোচিং কেরিয়ার তৈরি করে দিয়েছিল বলে মনে করব ১০ বছর পরে।’
২০০৭ সালে শেষ টেস্ট খেলেছিলেন ল্যাঙ্গার। তিনি বলেছেন, ‘২০০১ সালে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছিলাম ৩১ বছর বয়সে। ভেবেছিলাম জাতীয় দলের হয়ে আর খেলতে পারব না। সেটাই একজন ক্রিকেটার ও মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছিল। প্রতিকূল সময়ের ওই শিক্ষা ছিল অসাধারণ। এখনও আমরা করোনার মতো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি। এই কঠিন সময়েই সেরা শিক্ষাগুলো পাওয়া যায়। সেই শিক্ষা যদি ঠিক ভাবে নেওয়া যায়, তবে তা মানুষ হিসেবে উন্নত করে তোলে।’
১০৫ টেস্ট খেলা ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার পূর্ণসময়ের কোচ হন ২০১৮ সালের মে মাসে। ড্যারেন লেম্যানের জায়গায় আসেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।