Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুর থেকেই দেশের দরিদ্র মানুষের পাশে ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৯:৪৪ পিএম
করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বই একপ্রকার লকডাউন।  ভারতেও পড়েছে এর প্রভাব।  দেশটিতে চলছে টানা ২১ দিনের লকডাউন।  যে কারণে সেখানকার মানুষের জীবন জীবিকার পথ একদমই বন্ধ।  এ অবস্থায় নিম্ন আয়ের মানুষের পাশে সাহায্য নিয়ে ছুটে এলেন চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
 
বর্তমানে ঋতুপর্ণা পরিবারের সঙ্গে অবস্থান করছেন সিঙ্গাপুরে।  তাতে কি হয়েছে? সিঙ্গাপুর বসেই দেশের নিম্ন আয়ের মানুষের জন্য সাহায্য পাঠালেন এই অভিনেত্রী।  নিজের টিমের সাহায্যে  শত শত দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন তিনি।  ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর নির্দেশনায় কাজ করছে কলকাতা এন্ডেভার সোসাইটি।
 
জানা যায়, আজ শনিবার (১১ এপ্রিল) ঋতুপর্ণার নির্দেশনায় অসচ্ছল অন্তত দুই’শ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  দক্ষিণ কলকাতার বাঘাযতীন ও রামগড় এলাকায় এই সহায়তা প্রদান করা হয়েছে।
 
উল্লেখ্য, এর আগেও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা রিলিফ ফান্ডে মোটা অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন ঋতুপর্ণা ও তাঁর স্বামী সঞ্জয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ