Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উখিয়ার সীমান্ত এলাকা থেকে ৩টি স্থল মাইনসহ যুবক আটক

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৯:০০ পিএম

সীমান্তবর্তী উখিয়ার রেজু আমতলী এলাকা থেকে অবিস্ফোরিত তিনটি স্থল মাইনসহ এক যুবককে আটক করেছে বিজিবি। অবিস্ফোরিত মারাত্মক স্থলমাইন উদ্ধারের বিষয়টি ভাবিয়ে তুলেছে বিজিবিসহ সচেতন মহলকে।  

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী লাগোয়া রাজাপালং এলাকা থেকে এই মাইন উদ্ধার করে বিজিবি। এই ঘটনায় আটক করা হয়েছে মোঃ আমির (১৮) নামে এক যুবককে। সে উখিয়া উপজেলার ডেইলপাড়া গ্রামের মেহের আলীর ছেলে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি অবিস্ফোরিত মাইনসহ এক যুবক জিরো পয়েন্ট (৩৯ নং পিলার) এর দিকে যাওয়ার পথে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী বিওপির সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে বিজিবির সদস্যরা ওই যুবককে আটক করে। পরে তার কাছ থেকে তিনটি স্থল মাইন উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার বাবুল বান্তি চাকমা জানান, রেজু আমতলী এলাকার পশ্চিমে রাজাপালং এলাকা থেকে তিনটি মাইনসহ এক যুবকে আটক করেছে বিজিবি। ওই যুবক কি জন্য কার কাছ থেকে এই মরনাস্ত্র বহন করছিল তা এখনো জানাযায়নি।

এ প্রসঙ্গে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, উখিয়ার রাজাপালং এলাকা থেকে মাইন সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। আটক মোঃ আমির বহনকারী ছিলেন। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থল মাইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ