নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের বিপক্ষে লড়তে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন বিশ্ব ক্রিকেটের তারকারা। অর্থনৈতিকভাবে সাহায্যের পাশাপাশি সামাজিক বা করণীয় দিকগুলো নিয়েও কথা বলছেন সবাই। বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটাররাও।
বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়াতে একের পর এক লকডাউন করা হচ্ছে জেলা শহরগুলো। এতে ঘর থেকে বের হতে পারছে না কেউই। ফলে বিপাকে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। অসহায় সেসব মানুষদের সাহায্যে পাশে দাঁড়িয়েছেন সৈয়দ রাসেল। নিজ উদ্যোগে ৫০০ পরিবারকে খাবার দিয়ে সহায়তা করছেন তিনি।
বর্তমানে নিজ জেলা যশোরের ঝিকরগাছাতে আছেন বাংলাদেশ দলের সাবেক এই পেসার। সেখানেই চলছে তার এই মহতী উদ্যোগ। ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের জন্য তৈরিকৃত প্রতি প্যাকেটে ৪ কেজি করে চাল, ১ কেজি আটা, ২ কেজি আলু ও আধা কেজি ডালের ব্যবস্থা করেছেন তিনি। এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘আমি শুক্রবার থেকে শুরু করেছি, কিছু পরিবারকে সাহায্য করা যায় কীনা এই পরিকল্পনা থেকে। দুই দিনে এখনো পর্যন্ত ৩৭৫ পরিবারের খাবার প্যাকিং করা হয়েছে। রোববার বাকিগুলো করবো। সর্বমোট ৫০০ পরিবারকে সাহায্য করার ইচ্ছে আছে। যেহেতু কোভিড-১৯ থেকে রক্ষা পেতে আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে, সেকারণে আমি কাউকে ডেকে বা জনসমাগম ঘটিয়ে সাহায্য করছি না। এলাকার ছোট ভাই বা যারা আছে তাদের মাধ্যমে গোপনে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবার চেষ্টা করছি।’
৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েও খানিক হতাশা প্রকাশ করলেন জাতীয় দলের জার্সিতে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। রাসেল জানান, যদি আরও বড় পরিসরে কিছু করতে পারতেন তাহলে আরও বেশি মানুষকে সাহায্য করা যেত, ‘আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করার চেষ্টা করেছি। এখন বাইরে থেকে কেউ যদি আমার সাথে কাজ করতে চায় বা অসহায় মানুষদের সাহায্য করতে চায় করতে পারে। এটা করলে আমাদের এলাকার অসহায় মানুষদের জন্যই ভালো হবে। যদি আরও বড় পরিসরে করতে পারতাম তাহলে আরও ভালো হতো। তবে আমি যতটুকু পারছি ততটুকু করেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।