মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মোকাবিলায় ইতালিকে প্রয়োজনমতো চিকিৎসা উপকরণ, মানবিক সহায়তাসহ অন্যান্য সহযোগিতার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে মার্কিন সেনাদের ইতালিতে টেলিমেডিসিন সেবায় অংশগ্রহণ, অস্থায়ী হাসপাতাল নির্মাণে সহায়তা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ প্রভৃতি। সম্প্রতি একাধিক মন্ত্রিসভার সদস্যের কাছে পাঠানো স্মারকে এ নির্দেশনা দেন তিনি। করোনাভাইরাস মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত ইতালিকে সহযোগিতা করতে মার্কিন প্রশাসন ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে, এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দু’টি দেশেই ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। স্মারকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইতালি আমাদের অন্যতম ঘনিষ্ঠ ও পুরনো মিত্র। কোভিড-১৯ মহামারি তাদের ওপর তান্ডব চালাচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।