বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। নতুন আক্রান্ত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন। মতলব উত্তরে এ নিয়ে মোট দুইজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো।
করোনায় আক্রান্ত ওই ব্যক্তির নাম ইয়াসিন মিজি(২২)। তিনি পেশায় একজন সেলসম্যান। তার বাড়ি মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে। সে সারোয়ার মিজির ছেলে।
স্থানীয়রা জানান, নারায়নগঞ্জে একটি বিস্কুট কোম্পানীর সেলসম্যান হিসেবে কাজ করতো ইয়াসিন মিজি । ৮ এপ্রিল নারায়নগঞ্জ থেকে সে বাড়িতে আসে। সে জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ৯ এপ্রিল ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষায় রির্পোট না আসা পর্যন্ত সে বাড়িতে ছিল।
দূর্গাপুর ইউনিয়নের সচিব মোঃ মানিক মিয়া জানান, আক্রান্ত রোগী কে নিয়ে যাওয়ার পর রোগীর বাড়িসহ ৬টি বাড়িকে লকডাউন করা হয়েছে। বাড়ি গুলোতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরপরই তাকে এনে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সে মোটামোটি ভালো আছে। এর আগে শনাক্ত হওয়া রোগীও ভালো আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।