নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের প্রার্দুভাবে আইপিএল যে আবারও পিছিয়ে যাবে, তা একরকম নিশ্চিতই। তেমন ইঙ্গিত দিলেন টুর্নামেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান রাজিব শুক্লাও। জানালেন, আইপিএল নিয়ে এখনও কোনো প্রস্তুতিই নেওয়া হয়নি। গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্ট। প্রথম ধাপে সেটা পিছিয়ে দেওয়া হয় অন্তত ১৫ এপ্রিল পর্যন্ত।
কোভিড-১৯ রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে ভারতে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনে থাকবে দেশটি। লকডাউনের মেয়াদ আরও বাড়বে বলে গণমাধ্যমে বলা হচ্ছে। দেশটিতে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৮ জনের। এই পরিস্থিতিতে এপ্রিল মাসে আইপিএল শুরু হওয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না শুক্লা, ‘আমি কোনো প্রস্তুতিই দেখছি না, এখন আমাদের অগ্রাধিকার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ও মানুষের জীবন বাঁচানো। সরকারের ওপর সব নির্ভর করছে, তারা কী সিদ্ধান্ত নেয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই আমরা চলব। শোনা যাচ্ছে, লকডাউন বাড়তে পারে, যদি মনে করা হয় আইপিএল ১৫ এপ্রিল শুরু হবে, তাহলে এটা অসম্ভব।’
আইপিএলের নতুন সূচি নিয়ে ইতোমধ্যে ভাবা শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। ভারতের গণমাধ্যমের খবর, জুলাই কিংবা আগামী শীতে টুর্নামেন্টটির ত্রয়োদশ আসর আয়োজন করার পরিকল্পনা করছে বিসিসিআই।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরাট বাণিজ্যের এই টুর্নামেন্টটি দর্শকবিহীন মাঠে আয়োজন করা যায় কিনা, এমন আলাপও আছে। কিন্তু বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলিও আপাতত এমন কোন সম্ভাবনাই দেখছেন না। আইপিএল হবে, নাকি আদৌ হবে না তা নিয়ে ভাবারই কোন পরিস্থিতি দেখছেন না তিনি, ‘সত্যি কথা বলতে কী, এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএল নিয়ে ভাবাও সম্ভব হচ্ছে না। কী করে ভাবব? কোনও দেশে ফ্লাইট উড়ছে না, কোথাও কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, কত মানুষ অসহায় হয়ে পড়েছে, ভবিষ্যতে কার কী হবে কেউ জানে না। প্রত্যেকটা দেশের সীমান্ত বন্ধ। এই পরিস্থিতিতে যে আইপিএল নিয়ে মিটিং করব, আলোচনাটা কী করব? কিছুই তো ঠিক নেই। আগে তো প্রাণ বাঁচুক, তার পরে না হয় দেখা যাবে আইপিএল হবে কি হবে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।