Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রতন কাহারের সঙ্গে গান করার ইচ্ছা প্রকাশ বাদশার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৭:৪১ পিএম

'বড়লোকের বিটি লো'র লেখক হিসাবে পরিচিত রতন কাহারের পাশে দাঁড়িয়েছেন র‍্যাপার বাদশা। প্রথম দিকে কৃতজ্ঞতা স্বীকারই করেননি বাদশা। অবশেষে সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমালোচনা ও কটাক্ষের জেরে রতন কাহারের ঋণ স্বীকার করেন র‌্যাপার। বাংলার এই দরিদ্র শিল্পীকে অর্থ সাহায্য করেছেন বাদশা।

এবার তিনি জানালেন তার মনের ইচ্ছা। শুধু টাকা পাঠিয়েই প্রবীণ এই শিল্পীর প্রতি নিজের কর্তব্য মেটাতে চান না বাদশা। বরং তিনি জানিয়েছেন, আগামীদিনে লকডাউন উঠলেই ব্যক্তিগত ভাবে রতন কাহারের সঙ্গে দেখা করে একটি গান রেকর্ড করবেন তিনি।

সম্প্রতি মুম্বই মিররকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাদশা। তিনি বলেন, আমি যদি গানচুরি করতাম, তাহলে এতদিনে হয়ত আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হত। রতন বাবুর গানটি এর আগেও ব্যবহার করা হয়েছে। এমনটি বাংলা ছবিতেও গানটি ব্যবহার করা হয়েছে। কোনওক্ষেত্রেই রতন বাবুকে কৃতিত্ব দেওয়া হয়নি। আর এটা খুবই দুঃখজনক। কারণ, রয়্যালটি একজন শিল্পীর আয়ের একমাত্র উৎস। আমি ওনার সঙ্গে এই গানের জন্য ওনাকে রয়্যালটি দিতে চাই।

লকডাউন উঠলে রতন কাহারের সঙ্গে দেখা করার ও গান করার প্রতিশ্রুতি দিয়েছেন বাদশা, পাঠিয়েছেন ৫ লক্ষ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড়লোকের বিটি লো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ