প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত তিন বছর ধরে বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকার অভ্যুদয় আশ্রমের হয়ে কাজ করছেন। এই প্রতিষ্ঠানটি পরিত্যক্ত, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এবং যৌনকর্মীদের পুনর্বাসনে কাজ করে থাকে। ভারতের মধ্যপ্রদেশের মোরেনা উপত্যকায় ১৯৯২ সালে অভ্যুদয় আশ্রম প্রতিষ্ঠিত হয়।
‘টয়লেট : এক প্রেম কথা’ এবং ‘দাম লাগাকে হাইশা’ তারকা ভূমি স¤প্রতি আশ্রমে আশ্রয় লাভকারী শিশুদের কোভিড-১৯ মহামারীর এই সময় ব্যক্তিগত স্বাস্থ্য বিধি মেনে চলার শিক্ষা দিয়েছেন ভিডিও কলের মাধ্যমে। প্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থী মনোযোগ দিয়ে অভিনেত্রীর পরামর্শ শুনেছে। এই সময় তিনি করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাবার জন্য কী করতে হবে এবং কী করা মানা প্রসঙ্গে শিশুদের কিছু পরামর্শ দেন। এছাড়া ভাইরাসের ফলে কী লক্ষণ দেখা যেতে পারে তারও কিছু তথ্য জানান তিনি। একসঙ্গে থাকলে কীভাবে দূরত্ব বজায় রেখে থাকতে হবে তার নিয়ম বলেন তিনি শিশুদের। লকডাউনের সময় শারীরিক স্বাস্থ্য’র পাশাপাশি মানসিক স্বাস্থ্য’র দিকে মনোনিবেশ করার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন। ভূমি বলেন : “সেল্ফ-আইসোলেশন এবং সামাজিক দূরত্বায়নের এই বিশাল ঘনবসতির দেশের প্রতিটি মানুষের মনে জোর করে হলেও ঢোকাতে হবে। আমি ভিডিও কলের মাধ্যমে কোভিড-১৯-এর ঝুঁকি আর এটি রোধ করতে কী করা উচিত এসব বিষয় এই আশ্রমের শিক্ষার্থীদের শেখাবার সিদ্ধান্ত নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।