Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. ইমতিয়াজ করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৫:৩৯ পিএম

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। ১১ এপ্রিল শনিবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ জানানো হয়। তিনি একই সঙ্গে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব। যদিও রিপোর্ট আসার আগে থেকেই তিনি শারীরিক অসুস্থতা বোধ করে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
সকালে সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান, এখন সুস্থতা অনুভব করছি কিছুটা। বাড়িতেই আছি চিকিৎসা নিচ্ছি, ফোনে যতটুকু সম্ভব দায়িত্ব পালন করছি। আমার জন্য দোয়া করবেন।
সিভিল সার্জনের ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকারী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আসাদুজ্জামান বলেন, ‘করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসার পর থেকেই তিনি কোয়ারেন্টিনে ছিলেন। এর মধ্যে অসুস্থতা বোধ করলে দুইদিন আগে নমুনা পরীক্ষা করা হয়। শনিবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে পজেটিভ পাওয়া গেছে। যার পর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। তবে তিনি সুস্থ আছেন। এর আগে জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা পরিষদের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়েদুল ইসলামও করোনায় পজেটিভ রিপোর্ট আসে। তিনিও আইসোলেশনে রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, ডা. ইমতিয়াজ একজন দ্বায়িতশীল মানুষ। তার করোনার নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। যার জন্য তিনি আইসোলেশনে আছেন। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেই কেউ মারা যায় না। তবে তিনি ফোনে সব দিক নির্দেশনা ও কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি অনেকটাই সুস্থ আছেন। প্রথম পরীক্ষায় পজেটিভ এসেছে কিন্তু দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভও আসতে পারে। তাই আশা করছি খুব শিগ্রই তিনি আবার বাইরে বের হয়ে কাজ শুরু করবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ