Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

ধামরাই(ঢাকা) উজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৫:৩১ পিএম

ঢাকার ধামরাইয়ে সরকার ষ্টিল মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ।
আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বাথুলি এলাকায় কারখানার সামনে ঢাকা-আরিচা-মহাসড়কে এই বিক্ষোভ শুরু করে।
শ্রমিকরা জানান, গত ৪ মাস শেষ হলেও এখনো তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও তারা বেতন না দিয়ে তালবাহানা শুরু করে
তারা আরো বলেন, যেখানে বাংলাদেশের প্রায় সকল কারখানা শ্রমিকদের বর্তমান মার্চ মাসের বেতন পরিশোধ করে কারখানা ছুটি দিয়েছে অথচ আমাদের গত ৪ মাসের বেতন বাকি রয়েছে।বাকি রয়েছে বোনাসের টাকাও। আজকে বেতন দেওয়ার কথা ছিল তা না দিয়ে কিছু শ্রমিককে ২৫ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি ডাল,২ লিটার তেল,২ কেজি পেঁয়াজ, আড়াইশ গ্রাম হলুদ ও ২ টি সাবান দিয়ে বিদায় করেন। বেশির ভাগই শ্রমিকই এগুলো পায়নি।
শ্রমিকরা আরো জানায় আজ শনিবার তাদের বেতন পরিশোধ করার কথা ছিলো। তবে কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা সড়কে নেমে আসে। পরে তাদেরকে চলতি মাসের ২৬ তারিখে বেতন দিবে এ আশ্বাস দিলে তারা রাস্তা থেকে চলে যায়।
এবিষয়ে ধামরাই থানা এস আই মিজান বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন চলতি মাসের ২৬ তারিখে পরিশোধ করবেন বলে জানিয়েছে। পরে শ্রমিকদেরকে এ বিষয়ে আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ

২২ ফেব্রুয়ারি, ২০২২
২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ