Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ২৬ জনসহ ১৫১ জন হোম কোয়ারেন্টাইনে

৫৬ জনের নমুনা সংগ্রহ, ২০ জনের রিপোর্ট নেগেটিভ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৩:৩৭ পিএম

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ২৬ জনসহ ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই ঢাকা ফেরত। ইতিমধ্যে ৩৩৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

করোনা সন্দেহে নতুন করে ১১ জনসহ এ পর্যন্ত জেলায় ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ২০ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। বাকীদের রিপোর্ট এখনও আসেনি।

সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান জানান, করোনা সন্দেহে এ পর্যন্ত জেলায় ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪৫ জনের নমুনা রংপুরে পাঠানো হয়েছে। বাকী ১১ জনের পাঠানো হবে। এখন পর্যন্ত ২০ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের সবার রিপোর্ট নেগেটিভ। সম্প্রতি যারা ঢাকা থেকে ফেরত এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এছাড়াও জেলার কোথাও কারও করোনা উপসর্গ থাকার সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টাইন

৬ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ