Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের এক কোটি ডলার ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৩:০৮ পিএম

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর এক কোটি ডলারের অর্থ পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন সরকারের এ পদক্ষেপে আশঙ্কা করা হচ্ছে যে, তারা আরো একটি গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে।
গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ কমান্ডার মোহাম্মদ কাউসারানি সম্পর্কে, তার নেটওয়ার্ক, তৎপরতা এবং তার সহযোগীদের সম্পর্কে কোনো রকমের তথ্য দিতে পারলে এক কোটি ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেয়া হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করছে, হিজবুল্লাহর এই কমান্ডার ইরাকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে অংশ নেয়া যোদ্ধাদেরকে প্রশিক্ষণ, অর্থ যোগান, রাজনৈতিক সমর্থন এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরাকের যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানির রাজনৈতিক সহযোগিতা নিয়েছিলেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, হিজবুল্লাহর এই কমান্ডার ইরাকের যোদ্ধাদেরকে প্রশিক্ষণ, অর্থ যোগান, রাজনৈতিক সমর্থন এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি ইরাকের যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানির রাজনৈতিক সহযোগিতা নিয়েছিলেন।
গত ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলায়মানিকে রাজধানী বাগদাদে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করে মার্কিন সেনারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ