Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় অপরিবর্তিত ফিফা র‌্যাংকিং

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১:২৯ পিএম

করোনাভাইরাসের প্রভাবে স্থবির সারাবিশ্বের ক্রীড়া জগত। বিশ্ব ফুটবলের কোনো টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে না। মাঠে কোন ফুটবল ম্যাচ না গড়ানোতে প্রভাব পড়েছে ফিফার প্রকাশিত নতুন র‌্যাংকিংয়েও। ফলে ঘোষিত নতুন র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তনও আসেনি।

নতুন প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে যথারীতি বেলজিয়াম, ফ্রান্স ও ব্রাজিল শীর্ষ তিনে রয়েছে। তাদের পরেই রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর বাংলাদেশের অবস্থানও আগের জায়গায়, অর্থা ১৮৭তম স্থানে রয়েছে।

সবধরনের আন্তর্জাতিক খেলাই বন্ধ রয়েছে। বিশ্বকাপ বাছাই ও অন্যান্য মেজর টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। পুরুষদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট, কোপা আমেরিকা ও উয়েফা ইউরো পিছিয়ে গেছে এক বছর। বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরে থেকে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে মাত্র চারটি ম্যাচ, যার সবকটি আবার প্রীতি ফুটবল ম্যাচ।

গত ১১ মার্চ বারমুডাকে ২-০ গোলে হারালেও ৪৮তম স্থানেই রয়ে গেছে জ্যামাইকা। এ ম্যাচে হার মেনে একটি পয়েন্ট হারিয়েছে বারমুডা। যে কারণে এক ধাপ ওপরে ওঠে গেছে দক্ষিণ সুদান। র‌্যাংকিংয়ে পরিবর্তন বলতে এই একটাই। বারমুডার সঙ্গে এখন যুগ্মভাবে ১৬৮তম স্থানে রয়েছে দক্ষিণ সুদান।

অন্য তিন ম্যাচে একটি হয়েছে ২৩ ফেব্রুয়ারি। ওইদিন উজবেকিস্তান ১-০ গোলে হেরেছে বেলারুশের কাছে। এতে উজবেকিস্তান (৮৫তম) ৩ পয়েন্ট হারালেও উল্টো ৩ পয়েন্ট পেয়েছে বিজয়ী বেলারুশ (৮৭তম)। তবে র‌্যাংকিংয়ে আগের অবস্থানেই রয়েছে তারা।

এছাড়া গত ২৬ ফেব্রুয়ারি পানামা গোলশূন্য ড্র করে নিকারাগুয়ার (১৫১তম) সঙ্গে। আর ৫ মার্চ গুয়েতেমালাকে (১৩০তম) ২-০ গোলে হারিয়েছে পানামা (৮১তম)। তবে এ দলগুলোরও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ