পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা সংক্রমণ রোধে ভিড় এড়াতে এবার বাজার সরিয়ে নেওয়া হলো স্কুল মাঠে। গতকাল হাটহাজারী উপজেলা সদরের কাঁচাবাজার বসে পার্বতী হাই স্কুলের মাঠে। ক্রেতাদের সামাজিক বিচ্ছিন্নতা নিশ্চিতে দশ ফুট দূরে দূরে বসে শাক-সবজির দোকান। তাতে কোন ভিড় ছাড়াই কেনাকাটা সারেন উপজেলা সদরের বাসিন্দারা।
ব্যতিক্রমী এ উদ্যোগ নেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। তিনি ইনকিলাবকে বলেন, বাজারে কোনভাবেই মানুষের ভিড় কমানো যাচ্ছিল না। তাই ঝুঁকি এড়াতেই অস্থায়ীভাবে বাজার স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। প্রতিদিন সকাল ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাজার খোলা থাকবে। অন্য বাজারগুলোও পর্যায়ক্রমে খোলা জায়গায় সরিয়ে নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।