বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান সিরাজপুর গ্রামে লজিংয়ে থাকাবস্থায় এক মাদরাসা ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাফিজ নুরুল আমীন ওরফে লাইস মিয়া (২৫)। সে বিশ্বনাথ কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ও পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে।
গত বুধবার মধ্যরাতে সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের সেলিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তার বুকে, পেটে ও পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্তা সেলিম মিয়া ও তার কিশোর ছেলে আশফাক আহমদ রাতুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
জানা যায়, দীর্ঘ চার বছর ধরে সেলিম মিয়ার বাড়িতে লজিং থাকতো নুরুল আমীন। গেল মধ্যরাতে হঠাৎ চিৎকার শুনে বাড়ির লোকজন এসে দেখেন ঘরে পড়ে আছে নুরুল আমীনের রক্তাক্ত দেহ। এলাকাবাসীর ধারণা ফেসবুক বা প্রেম সংক্রান্ত বিষয়ে এই খুনের ঘটনা ঘটতে পারে।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে পিতা পুত্রকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।