Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২৫ মিলিয়ন ডলার বাজেটের ‘আর্টেমিস ফাউল’ ডিজিটালে মুক্তি পাবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

স্ট্রিমিং মাধ্যম সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেলেও পর্দা মাধ্যমের মত লাভজনক হয়ে ওঠেনি। এরপরও করোনাভাইরাস মহামারীর কারণে সারা বিশ্বের থিয়েটারগুলো বন্ধ থাকায় চলচ্চিত্রে এখন ডিজিটাল মাধ্যমকে বিকল্প আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। তবে তা এখন পর্যন্ত পুরনো জনপ্রিয় বিষয়বস্তুর বিঞ্জ ওয়াচের মধ্যেই সীমিত ছিল। তবে উপায়ান্তর না দেখে ডিজনি ১২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত তাদের ফিল্ম ‘আর্টেমিস ফাউল’ থিয়েটারের অপেক্ষায় ঝুলিয়ে না রেখে ডিজনিপ্লাস ডিজিটাল প্লাটফর্মে মুক্তি দেবার সিদ্ধান্ত পাকা করে ফেলেছে।

‘আর্টেমিস ফাউল’-এ অভিনয় করেছেন ফার্ডিয়া শ, লরা ম্যাকডনাল্ড, জশ গ্যাড, টামারা স্মার্ট, ননসো অ্যানোজি, কলিন ফ্যারেল এবং জুডি ডেঞ্চ। একই নামের উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন এওইন কলফার, পরিচালনা করেছেন কেনেথ ব্র্যানা। এক অপরাধপ্রবণ পরিবারের উত্তরসুরী ১২ বছর বয়সী কিশোর আর্টেমিস ফাউলকে নিয়ে ফিল্মটির গল্প যে রহস্যজনকভাবে অন্তর্ধান হওয়া তার বাবার অনুসন্ধানে নামে।

২৯ মে থিয়েটারে ফিল্মটি মুক্তি পাবার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে তা আর সম্ভব হচ্ছে না। কেউই জানে না এই অবস্থা থেকে উত্তরণ কবে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্টেমিস-ফাউল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ