Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় অভিন্ন খুতবা পাঠ হয়নি সকল মসজিদে

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন দেশের সব মসজিদে জুমার নামাজে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অভিন্ন খুতবা পাঠের নির্দেশ দিলেও বানারীপাড়ায় তা পালন করা হয়নি। উপজেলায় ৪২৫টি মসজিদ রয়েছে। জানা গেছে, উপজেলা পরিষদ জামে মসজিদসহ হাতে গোনা কয়েকটি মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠ করা হলেও ইসলামিক ফাউন্ডেশনের অভিন্ন ওই খুতবার কপি পেঁৗঁছেনি সিংহভাগ মসজিদে। ইসলামিক ফাউন্ডেশনের কর্মরতদের দায়িত্বহীনতা ও অসচেতনতার কারণে উপজেলার সব মসজিদে অভিন্ন ওই খুতবার কপি না পৌঁছানোয় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী খুতবা থেকে বঞ্চিত হয়েছেন মুসুল্লিরা। গত বৃহস্পতিবার বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় সম্মেলনে অংশ নেয়া বানারীপাড়ার মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ৭০/৮০জন শিক্ষক অভিন্ন খুতবার কপি পেলেও তারাও সবাই জুমার নামাজে ওই খুতবা পাঠের ব্যাপারে আন্তরিক ছিলেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, মসজিদগুলোতে খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কোনো বক্তব্য না দেয়ায় মুসুল্লি­দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম ফারুক উপজেলার সব মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অভিন্ন খুতবার কপি সরবরাহ করা সম্ভব হয়নি স্বীকার করে জানান, শুধু বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় সম্মেলনে অংশ নেয়া বানারীপাড়ার মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাঝে অভিন্ন খুতবার কপি সরবরাহ করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানারীপাড়ায় অভিন্ন খুতবা পাঠ হয়নি সকল মসজিদে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ