Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গোপালপুরে পাচারকালে ২২ বস্তা চাল জব্দ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১:১৬ পিএম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল পাচার ও মজুদের অভিযোগে সবুজ নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার বিকালে হাদিরা ইউনিয়নের ভাদুড়িচর গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ ওই গ্রামের ডিলার আব্দুল গণির ছেলে।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ২২ বস্তা চাল বিতরণ না করে হাদিরা ইউনিয়নের ডিলার আব্দুল গণি গুদামে মজুদ রেখেছেন ও পাচার করছেন। এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকালে গণির গুদামে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস। এ সময় তার গুদাম থেকে ২২ বস্তা চাল জব্দ করেন তিনি। ম্যাজিস্ট্রেট আসার বিষয়টি টের পেয়ে ডিলার গণি পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা তার ছেলে সবুজকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধের পর মুক্তি দেয়া হয় তাকে। জব্দ করা চাল থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জব্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ